রাজশাহী পওর সার্কেল, বাপাউবো, রাজশাহীর অধিক্ষেত্র ভুক্ত নদ-নদী ও পানি সম্পদের ব্যবস্থাপনায় চলমান প্রকল্প।
চলমান প্রকল্পের নামঃ |
“রাজশাহী জেলার চারঘাট ও বাঘা উপজেলায় পদ্মা নদীর বামতীরের স্থাপনাসমূহ নদীভাঙ্গন হতে রক্ষা” প্র্রকল্প। |
পটভূমিঃ |
পদ্মা নদী পদ্মা নদী একটি আন্তর্জাতিক নদী। এটি ভারতের উত্তরাখন্ড রাজ্যের হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ হতে উৎপন্ন হয়ে উত্তর প্রদেশ, বিহার, ছাড়খান, পশ্চিম বঙ্গ রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ নামক স্থান দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পদ্মা নদী বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ালন্দে যমুনা নদীর সাথে মিলিত হয় এবং পরে চাঁদপুরে পদ্মা নদী মেঘনা নদীতে পতিত হয়। রাজশাহী জেলার বাঘা এবং চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় পদ্মা নদীর ভঙ্গিন বিদ্যামান। নদী ভাঙ্গনের ফলে ইতিমধ্যে এই দুই উপজেলার আবাসিক এলাকা,আবাদি জমি, সরকারী বেসরকারী স্থাপনা বিলীন হওয়ার আশঙ্খা দেখা দেয় । এমতাবস্থায় নদীতীর ভঙ্গন রোধে কারিগরি কমিটি গঠিত হয়। কারিগরি কমিটির সুপারিশ ও পানি সম্পদ মন্ত্রনালয় এবং পরিকল্পনা মন্ত্রণালেয়ের সুপারিশের আলোকে বাঘা এবং চারঘাট এলাকার নদী তীর এলাকা ভাঙ্গন রোধ,পদ্মা নদীর ড্রেজিং করার লক্ষ্য “রাজশাহী জেলার চারঘাট ও বাঘা উপজেলায় পদ্মা নদীর বামতীরের স্থাপনাসমূহ নদীভাঙ্গন হতে রক্ষা” প্র্রকল্পটি একনেক কর্তৃক অনুমোদিত হয়। একনেকে প্রকল্প অনুমোদন ১৮-০২-২০২০ খ্রিঃ, সরকারি আদেশ (জিও) জারী ১১-০৩-২০২০ খ্রিঃ এবং প্রসাশনিক আদেশ (এও) জারী ১৮-০৩-২০২০ খ্রিঃ। |
প্রকল্পের উদ্দেশ্যঃ |
|
প্রকল্প এলাকাঃ |
রাজশাহী জেলার চারঘাট ও বাঘা উপজেলা। |
প্রকল্পের বাস্তবায়নকালঃ |
জানুয়ারী/২০২০খ্রিঃ হতে জুন/২০২৪খ্রিঃ। |
প্রকল্পের প্রাক্কলিত ব্যয়ঃ |
৭৪৪৬০.৭৩ লক্ষ টাকা। |
পূর্বের অবস্থা
|
বর্তমান অবস্থা
|
চিত্রঃবাঘা উপজেলার, আলাইপুর নামক স্থানে তীর প্র্রতিরক্ষামূলক কাজ।
|
|
পূর্বের অবস্থা
|
বর্তমান অবস্থা
|
চিত্রঃ চারঘাট উপজেলার, মীরগঞ্জ নামক স্থানে তীর প্র্রতিরক্ষামূলক কাজ।
|
চিত্রঃ চারঘাট উপজেলার, মীরগঞ্জ নামক স্থানে তীর প্র্রতিরক্ষামূলক কাজ।
|
চিত্রঃ বাঘা উপজেলার পাকুরিয়া ও চকচাজাপুর নামক স্থানে নদী ড্রেজিং কাজের অবস্থা।
|
চিত্রঃ বাঘা উপজেলার পাকুরিয়া ও চকচাজাপুর নামক স্থানে নদী ড্রেজিং কাজের অবস্থা।
|
র্ব
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS