রাজশাহী পওর সার্কেল, বাপাউবো, রাজশাহী।
রাজশাহী পওর সার্কেল, বাপাউবো, রাজশাহীর অধিক্ষেত্র ভুক্ত নদ-নদী ও পানি সম্পদের ব্যবস্থাপনায় চলমান প্রকল্প সমূহ। |
|
চলমান প্রকল্পের নামঃ |
“চাপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় মহানন্দা নদী ড্রেজিং ও রাবার ড্যাম (২য় সংশোধিত)” প্র্রকল্প। |
পটভূমিঃ |
মহানন্দা নদী মহানন্দা নদী একটি আন্তর্জাতিক নদী। এটি চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার গিলাবাড়ি নামক স্থানে বাংলাদেশে প্রবেশ করে। পরবর্তীতে মহানন্দা নদী রাজশাহী জেলার গোদাগারী উপজেলার সুলতানগঞ্জ নামক স্থানে পদ্মা নদীতে পতিত হয়েছে। বাংলাদেশ অংশে এই নদীর মোট দৈর্ঘ্য ৯৫ কিঃমিঃ। চাপাইনবাবগঞ্জ জেলায় মহানন্দা নদীর সঙ্গে পুনর্ভবা নদী ও পাগলা নদী পতিত হয়েছে। চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর, শিবগঞ্জ, নাচোল এবং নবাবগঞ্জ সদর উপজেলা বরেন্দ্র এবং বৃহত্তর গঙ্গীয় অববাহিকার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। বর্ণিত চারটি উপজেলার প্রায় ২৪০০০.০০ হেক্টর জমিতে মহানন্দা নদীর ভূ-উপরিস্থ পানি ব্যবহার করে সেচ সুবিধা প্রদান এবং মহানন্দা নদী ড্রেজিংয়ের মাধ্যমে নিষ্কাশন ক্ষমতার উন্নয়ন এবং সেচ যোগ্য পানির ধারণ ক্ষমতার উন্নয়নে প্রকল্প বাস্তবায়নের জন্যে মাননীয় প্রধানমন্ত্রী বিগত ২৩/০৪/২০১১ খ্রিঃ তারিখে চাপাইনবাবগঞ্জ জেলার সফরকালে প্রতিশ্রুতি প্রধান করেন। এরই ধারাবাহিকতায় বাপাউবো কর্তৃক পরামর্শক প্রতিষ্ঠান IWM এর মাধ্যমে সম্পাদিত “Feasibility Study for Irrigation using Mathematical Modelling along the Bank of Mohananda River including EIA in Chapai Nawabganj District” সমীক্ষার সুপারিশের আলোকে ডিপিপি প্রণয়ন করা হয় এবং “চাপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় মহানন্দা নদী ড্রেজিং ও রাবার ড্যাম (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্পটি একনেক সভায় অনুমোদিত হয়। একনেকে প্রকল্প অনুমোদন ১৬/০১/২০১৮ খ্রিঃ, সরকারি আদেশ (জিও) জারী ১১-০২-২০১৮ খ্রিঃ । |
প্রকল্পের উদ্দেশ্যঃ |
নদী সংলগ্ন এলাকায় প্রয়োজনীয় পানি প্রাপ্যতা নিশ্চিতকরণের মাধ্যমে জীব-বৈচিত্রের উন্নয়ন। ভূ-গর্ভস্থ পানি পূণর্ভরনের মাধ্যমে পানির স্তর বৃদ্ধি করা। কৃষি কাজে সেচ সুবিধা বৃদ্ধি করা। মৎস্য চলাচল এবং মৎস্য চাষের ব্যপক ক্ষেত্র বৃদ্ধি করা। নদীর পানি প্রবাহ/নাব্যতা বৃদ্ধি ও পন্য পরিবহনে নৌ চলাচল নিশ্চিত করা। এলাকার জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সাধন করা।
|
প্রকল্প এলাকাঃ |
চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর, শিবগঞ্জ, নাচোল এবং নবাবগঞ্জ সদর উপজেলা। |
প্রকল্পের বাস্তবায়নকালঃ |
০১ অক্টোবর, ২০১৭ খ্রিঃ হতে ৩০ জুন, ২০২৪ খ্রিঃ । |
প্রকল্পের প্রাক্কলিত ব্যয়ঃ |
২৪৬৮৮.৭১ লক্ষ টাকা। |
প্রকল্পের প্রধান প্রধান অঙ্গঃ
অঙ্গের নাম |
সংখ্যা/পরিমাণ |
ব্যয় (লক্ষ টাকায়) |
অগ্রগতি |
রাবার ড্যাম নির্মাণ |
০১টি (৩৫৩ মিঃ) |
১৫০৪৮.৭ |
৮৬.৮০% |
মহানন্দা নদী ড্রেজিং |
৩৬.০৫ কিঃমিঃ |
২৫০৩.৪৪ |
সমাপ্ত |
জমি অধিগ্রহণ |
১ হেঃ |
৩৬৬.৭৪ |
০% |
প্রকল্পের অগ্রগতিঃ
জুন/২৩ পর্যন্ত |
ভৌত |
আর্থিক |
৮৪.০০% |
১৩৫৭৮.০০ লক্ষ টাকা (৭৪.৩৭%) |
মহানন্দা নদীতে রাবার ড্যাম ও ড্রেজিং কাজের ম্যাপ
রাবার ড্যাম নির্মাণ কাজের স্থিরচিত্র
মহানন্দা নদী ড্রেজিং কাজের স্থিরচিত্র
মহানন্দা নদী ড্রেজিং কাজের স্থিরচিত্র
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস